বর্তমানে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
Science

বর্তমানে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী I Best online ticket

বর্তমানে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

ঢাকা থেকে ছেড়ে আসে দ্রুতযান এক্সপ্রেস ট্রেন পঞ্চগড় গামী

বর্তমানে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২২ ট্রেনটি ঢাকা টু পঞ্চগড় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ছয়দিন নিয়মিত যাতায়াত করতিছে। শুধু বুধবার বন্ধ থাকে। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের কোড হচ্ছে ৭৫৭। ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আছে ৮টা ১১ মিনিটে এবং পঞ্চগড় পৌঁছে ৬ টা ৫০ মিনিটে।

পঞ্চগড় থেকে ছেড়ে আসে ঢাকা রেলস্টেশন গামী

পঞ্চগড় টু ঢাকা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিক বন্ধ রবিবার বাদে নিয়মিত চলাচল করে। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের কোড হচ্ছে ৭৫৮। পঞ্চগড় রেলস্টেশন থেকে সকাল ৯টা ২০ মিনিটে ছেড়ে আসে ঢাকা কমলাপুর রেলস্টেশন এ পৌঁছে সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে।

আরো দেখুন : প্রতিদিন কয়টি লবঙ্গ খাওয়া উচিত

বর্তমানে রসুন খাওয়ার উপকারিতা কী

ওয়াল টাইলস ডিজাইন ২০২

খুব সহজে হারানো মোবাইল ফিরে পাবেন

সেলাই মেশিন দাম ২০২২

আকিজ ফ্লোর টাইলস দাম ২০২২

এলজি ওয়াশিং মেশিন দাম ২০২২

কালোজিরার উপকারিতা কি কি

কালোজিরার ক্ষতিকর দিক গুলো কি

সিঙ্গার ফ্রিজ বাংলাদেশ প্রাইজ

শার্প ফ্রীজ দাম ২০২২

ওয়াল্টন রুম হিটার দাম ২০২২

এয়ার কুলারের দাম ২০২২

বর্তমানে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২২ এর আপডেট সময় আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি অনেক বেশি উপকৃত হবেন। যারা ঢাকা তো পঞ্চগড় এ ট্রেন এ যাতায়াত করতে চান তাদের জন্য আমাদের আজকের আর্টিকেল টি অনেক উপকার হবে বলে আশাবাদী। বর্তমানে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী I

বর্তমান দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ঢাকা থেকে পঞ্চগড় জেলার রেলস্টেশন আসার পথে যেসব স্টেশনে পৌঁছে / থামতে হয় সেই গুলার নাম হচ্ছে

০১। ঢাকা বিমানবন্দর স্টেশন

০২। জয়দেবপুর

০৩। যমুনা ব্রিজ পূর্ব পাশ

০৪। যমুনা ব্রিজ পশ্চিম পাশ

০৫। ঈশ্বরদী

০৬। নাটোর

০৭। সান্তাহার

০৮। আক্কেলপুর

০৯ । জয়পুরহাট

১০। পাঁচবিবি

১১। বিরামপুর

১২। ফুলবাড়ী

১৩। পার্বতীপুর

১৪। চিরিরবন্দর

১৫। দিনাজপুর

১৬। সেতাবগঞ্জ

১৭। পীরগন্জ

১৮। ঠাকুরগাঁও

১৯। রুহিলা

২০। পঞ্চগড়

মোটামুটি ১৯টি স্টেশন অতিক্রম করে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় স্টেশনে পৌঁছে যায়।

আরো দেখুন : হিকভিশন সিসি ক্যামেরা দাম ২০২২

শার্প ওয়াশিং মেশিন দাম ২০২২

হ্যান্ড ওয়াশ এর দাম ২০২২

এশিয়া সিলিং ফ্যান দাম

সনি স্মার্ট টিভি দাম ২০২২

প্যানাসনিক ওয়াশিং মেশিন দাম ২০২২

কফি মেশিন দাম ২০২২

ওয়াল্টন রাইস কুকার দাম ২০২২

ওয়ালটন গ্যাসের চুলা ২০২২

এসিআই সাবমারসিবল পাম্প এর দাম ২০২২

গাজী ওয়াটার পাম্প দাম ২০২২

কাশ্মীর সিলিং ফ্যান দাম ২০২২

এলইডি টিউব লাইটের দাম ২০২২

বর্তমান দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী পঞ্চগড় জেলার রেলস্টেশন থেকে ঢাকা মুখী হতে যেসব স্টেশনে পৌঁছে / থামতে হয় সেই গুলার নাম হচ্ছে :

০১। পঞ্চগড় স্টেশন

০২। রুহিলা

০৩। ঠাকুরগাঁও

০৪। পীরগন্জ

০৫। সেতাবগঞ্জ

০৬। দিনাজপুর

০৭। চিরিরবন্দর

০৮। পার্বতীপুর

০৯। ফুলবাড়ী

১০। বিরামপুর

১১ । পাঁচবিবি

১২। জয়পুরহাট

১৩। আক্কেলপুর

১৪। সান্তাহার

১৫। নাটোর

১৬। ঈশ্বরদী

১৭। যমুনা ব্রিজ পশ্চিম পাশ

১৮। যমুনা ব্রিজ পূর্ব পাশ

১ ৯। জয়দেবপুর

২০। ঢাকা বিমানবন্দর স্টেশন

২১। ঢাকা কমলাপুর স্টেশন

মোটামুটি ২০টি স্টেশন অতিক্রম করে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় স্টেশন থেকে ঢাকা কমলাপুর স্টেশন এসে পৌঁছে যায়।

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি উত্তরবঙ্গের মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। খুবই আরামদায়ক বিলাসবহুল ট্রেন এবং দ্রুতগতি সম্পন্ন ট্রেন। ঢাকা টু পঞ্চগড় রেল পথে ৩২৭ মাইল যা গড় দূরত্ব ৫২৬ কিলোমিটার। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের কোড নম্বরটি হচ্ছে ৭৫৭ ও ৭৫৮। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি রেলওয়ের ডিপার্টমেন্ট এর আন্ডারে পরিচালিত হয়ে থাকে।

বর্তমানে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা :

সিট /আসন মোট ভাড়া

এসি বার্থ মাত্র ১৩০৫ টাকা

এসি সিট / আসন মাত্র ৮৭০ টাকা

প্রথম বার্থ মাত্র ৮৭০ টাকা

স্নিগ্ধা মাত্র ৭৭৫ টাকা

প্রথম সিট মাত্র ৬২০ টাকা

শোভন চেয়ার মাত্র ৫৬৫ টাকা

শোভন মাত্র ৪৬৫ টাকা

এই হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা তুলে ধরলাম আপনাদের যাত্রা ট্রেন ভ্রমণ শুভ হোক এই কামনায় সবার কাছে।

অনলাইন ট্রেন টিকেট কাটার নিয়ম – বর্তমানে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

আপনি কি জানেন ঘরে বসে ইন্টারনেটের ই-টিকিটিং এর মাধ্যমে ট্রেনের টিকেট কেটে নিতে পারেন। কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই একদম নিজের এন্ড্রয়েড ফোন থেকে রেজিস্ট্রেশন করে www.eticket.railway.gv.bd এই ওয়েবসাইট এ প্রবেশ সাইন উপ ফোন নম্বর দিয়ে ভেরিফাই করে টিকেট কেটে নিবেন।

আরো দেখুন : ভিশন ইলেকট্রিক কেটলি দাম ২০২২

ক্লিক ক্রাউন সিলিং ফ্যান দাম ২০২২

বি আর বি সিলিং ফ্যান দাম ২০২২

সুপার ষ্টার ক্লাসিক প্রো ফ্যান দাম ২০২২

ক্লিক বাল্বের দাম ২০২২ বাংলাদেশ

সুন্দরগঞ্জ উপজেলায় কি কি আছে

গাইবান্ধা থেকে রাজশাহী কত কিলোমিটার

ঢাকা থেকে গাইবান্ধার দূরত্ব কত কিলোমিটার

সাদুল্লাপুর উপজেলায় কি কি আছে

গাইবান্ধা পৌরসভা ওয়ার্ড

গাইবান্ধা জেলার উপজেলার নাম

গাইবান্ধা জেলা কেন বিখ্যাত

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২২

বাংলাদেশর শেষ সীমান্তে সর্ব উত্তরে বর্ডার অঞ্চল পঞ্চগড় জেলা অবস্থিত। ঢাকা থেকে সরাসরি দূরবর্তী স্থান পঞ্চগড় জেলা পর্যন্ত নিয়মিত এই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চলাচল করতিছে। এই ট্রেনটি ২৯ শে মে ২০১৯ সালে প্রথম বারের মতো পঞ্চগড় টু ঢাকা ট্রেন চলাচল শুরু করে । পঞ্চগড় অঞ্চলের মানুষ গুলি খুবই মহা খুশি তারা তার কারণ বাস এ পঞ্চগড় থেকে ঢাকা আস্তে অনেক সময় লাগে এবং রাস্তায় যানজট থাকার কারণে খুবই বিরক্ত লাগে।।

সপ্তাহের ৭ দিনই নিয়মিত চলাচল করে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি । পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে পঞ্চগড় স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করে রাত ১০টা ৪৫ মিনিট এবং পঞ্চগড় স্টেশন পৌঁছে সকাল ৮টা ৫৫ মিনিটে । আবার পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় স্টেশন থেকে ট্রেনটি ঢাকা কমলাপুর রেলস্টেশন উদ্দেশ্যে রওনা হয় দুপুর ১২টা ৩০ মিনিটে ওঢাকা কমলাপুর রেলস্টেশন পৌঁছে রাত ৯ টা ৫৬ মিনিটে।

আসনের নাম মূল্য (১৫% ভ্যাট সহ)

শোভন চেয়ার ৫৫০

(শীতাতপ নিয়ন্ত্রিত) স্নিগ্ধা ১০৩৫

এসি বার্থ (কেবিন) ১৮৯৫

এসি আসন (কেবিন) ১২৬০

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী – বর্তমানে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

উত্তরবঙ্গের জেলা এপিজেট এলাকা নীলফামারী নীলসাগর নাম একটি বিলাসবহুল ট্রেন সার্ভিস নিয়মিত যাত্রা করে। এই নিয়ে নীলফামারী অঞ্চলের মানুষের আনন্দের শেষ নেই। কারণ নীলফামারী থেকে ঢাকা আসতে সড়ক পথে অনেক সময় লেগে যাই তার কারণ রাস্তায় অনেক যানজট থাকে। নীলসাগর নাম একটি ট্রেন বাংলাদেশ সরকার রেলওয়ের আন্ডারে চালু করে। তারপর থেকেই সরাসরি ঢাক টু নীলফামারী চিলাহাটি নিয়মিত যাতায়াত শুরু করে দিয়েছে।

নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর স্টেশন থেকে সরাসরি নীলফামারী চিলাহাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করে ০৬:৪০ মিনিটে চিলাহাটি স্টেশনে পৌঁছে ১৫:০৫ মিনিটে পৌঁছে। আবার এই ট্রেনটি চিলাহাটি থেকে ঢাকা কমলাপুর স্টেশনের উদ্দ্যেশে যাত্রা শুরু করে ২০:০০ মিনিটে এবং কমলাপুর স্টেশনে পৌঁছে ৫:৩০ মিনিটে। ঢাকা থেকে যাত্রার জন্য সপ্তাহে সোমবার নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকে আবার চিলাহাটি থেকে যাত্রারজন্য প্রতি রবিবার বন্ধ থাক।

আসন বিন্যাস মোট ভাড়া (১৫%ভ্যাট সহ)

শোভন চেয়ার ৪৩৫ টাকা

শোভন ৩৬০ টাকা

প্রথম সিট ৫৭৫ টাকা

প্রথম বার্থ ৮৬৫ টাকা

স্নিগ্ধা ৭২০ টাকা

এসি বার্থ ১২৯৫ টাকা

ঠাকুরগাঁও ট্রেনের সময়সূচী – বর্তমানে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

ঢাকা টু পঞ্চগড়: ঢাকা কমলাপুর স্টেশন থেকে রাত ১০ টা ৪৫ মিনিটে ছেড়ে আসা পঞ্চগড় গামী ট্রেনটি (মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন) পৌছায় সকাল ৮টা ৫০ মিনিটে। যাওয়ার পথে বিমান বন্দর স্টেশনে পৌছে ১১ টা ১৭ মিনিটে, পার্বতীপুর স্টেশন পৌঁছায় সকাল ৬টায়, দিনাজপুর স্টেশন পৌঁছায় সকাল ৬টা ৩৭ মিনিটে এবং ঠাকুরগাঁও স্টেশন পৌঁছায় সকাল ৭টা ৫০ মিনিটে।

ঢাকা টু ঠাকুরগাঁও রুটে যারা ট্রেন এ যাত্রায় করতে চান তাদের জন্য আজকের আমাদের এই আর্টিকেলটি। আসা করি আপনাদের অনেক বড় উপকার হবে। তাই নিয়মিত ভিজিট করুন আমাদের সাইটটি জানতে পারবেন আপডেট কিছু তথ্য। বর্তমানে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

ঢাকা টু ঠাকুরগাঁও রুটে বর্তমানে ৩ টি ট্রেন সার্ভিস নিয়মিত যাতায়াত করে থাকে তাদের নাম দুলি নিম্নে তুলে ধরলাম

নাম ছুটির দিন নেই ছাড়ার সময় পৌঁছার সময়

একতা এক্সপ্রেস ৭০৬ কোড নাই ২১:৫৫ ৮:১৫

দ্রুতযান এক্সপ্রেস ৭৫৮ কোড নাই ৮:৫১ ১৮:৫৫

পঞ্চগড় এক্সপ্রেস ৭৯৪ কোড নাই ১৩.১০ ২১.৫৫

আসন বিভাগ মোট ভাড়া (১৫% সহ)

শোভন ৫২০ টাকা

এসি বার্থ ৯৮৩ টাকা

এসি ১৮৩৩ টাকা

সবশেষে বলতে চাই বর্তমানে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এ যে তথ্য গুলি আপনাদের সামনে তুলে ধরেছি আসা আপনাদের অনেক ভালো উপকৃত হবেন এবং দোয়া রাখি আপনাদের দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুভ ও আনন্দময় হোক। নিয়মিত আপডেট তথ্য পেতে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করে দেখতে পারেন। আমাদের দক্ষ টীম আপডেট তথ্য গুলি প্রচার করার জন্য অধীর অপেক্ষায় বসে থাকে। তাই নিয়মিত আমাদের ওয়েবসাইট টির সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যাত্রা নিরাপদ হোক এই কামনা ব্যাক্ত করে আজকের মতো এখনই বিদায় নিচ্ছি না তবে এখানেই বিদায় নয় আবার দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisements